বরখাস্ত হলেন জুভেন্টাসের কোচ তুদোর

১ সপ্তাহে আগে
দলের টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন জুভেন্টাসের কোচ ইগর তুদোর। শেষ ৮ ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি ইতালির ক্লাবটি। যার কারণে তুদোরকে ছাঁটাই করেছে জুভেন্টাস।

সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে তুদোরকে ছাঁটাইয়ের কথাটি জানায় জুভেন্টাস। চলতি বছরের মার্চেই জুভেন্টাসের দায়িত্ব নিয়েছিলেন ৪৩ বছর বয়সি এই ক্রোয়েট কোচ।  


২০০৬-০৭ মৌসুমে দিদিয়ে দেশমের পর তিনিই ছিলেন জুভেন্টাসের প্রথম বিদেশি কোচ। তার কোচিংয়ে গত মৌসুমে চার নম্বরে থেকে সিরি আ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পায় তুরিনের বুড়িরা।


আরও পড়ুন: একের পর এক ম্যাচ হেরেই চলেছে জুভেন্টাস


এদিকে চলতি মৌসুমের শুরুটাও ভালোই করেছিলো জুভেন্টাস। সিরি আ'র প্রথম তিন ম্যাচেই জয় পায় দলটি। এরপরই তারা পথ হারিয়ে ফেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। এই সময়ে পাঁচ ড্রয়ের বিপরীতে তিনটিতে হেরেছে তারা এবং সেই তিনটি হার সবশেষ তিন ম্যাচে।


ইগর তুদোরের জায়গায় অন্তর্বর্তী কোচ হিসেবে মাসিমো ব্রাম্বিলাকে নিয়োগ দিয়েছে জুভেন্টাস। তিনি বর্তমানে জুভেন্টাসের একাডেমী দল জুভেন্টাস নেক্সট জেনের দায়িত্বে রয়েছেন।  


সিরি আ'য় আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তালিকার অষ্টম স্থানে, শীর্ষে থাকা নাপোলির চেয়ে পিছিয়ে পড়েছে ৬ পয়েন্টে। চ্যাম্পিয়ন্স লিগেও মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকার ২৫ নম্বরে আছে জুভেন্টাস। 

]]>
সম্পূর্ণ পড়ুন