ববি শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

১৯ ঘন্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদারকে র‍্যাগিংয়ের ঘটনায় তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সালকে আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।


এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন: লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া।


আরও পড়ুন: র‌্যাগিংয়ের শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লিখিত অভিযোগ


উক্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


প্রসঙ্গত, গত বুধবার (২৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদার শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের শিকার হন। পরে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনটি লিখিত অভিযোগ জমা দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন