চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) আকস্মিক বন্যায় ভোতেকোশি নদীতে চীন ও নেপালকে সংযুক্তকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ ভেঙে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, বন্যায় প্রায় ৩০ জন এখনও নিখোঁজ রয়েছে। যাদের মধ্যে ১৯ জন নেপালে এবং ১১ জন চীনে। এছাড়া ভূমিধসের কারণে আটকা পড়েছেন বহু পর্যটক। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে নেপালের সেনাবাহিনী।
আরও পড়ুন: এবার বন্যার পানি ঢুকছে ফেনী সদরে
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরেমএ) জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে ৬ জন চীনা কর্মী এবং তিনজন পুলিশ সসদ্য রয়েছেন। বন্যায় আটটি বৈদ্যুতিক গাড়ি ভেসে গেছে এবং একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও এক্স-এ জানিয়েছে তারা।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ চীনা নাগরিকরা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে চীনা সহায়তায় নির্মিত অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে কাজ করছিলেন। চীন থেকে আমদানি করা পণ্যবাহী কিছু কন্টেইনারও ভেসে গেছে পানির স্রোতে। রাস্তাঘাট, ব্রিজ, সীমান্তে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: টেক্সাস বন্যার চার দিন পরও কমপক্ষে ১৬১ জন নিখোঁজ
সংবাদমাধ্যমগুলো বলছে, বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দি বহু মানুষ।
এরইমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নেপাল-চীন সীমান্তের কাছে হিমবাহ হ্রদের হঠাৎ বিস্ফোরণ থেকেই আকস্মিক বন্যা দেখো দিয়েছে বলে ধারণা আবহাওয়া বিভাগের।
]]>