বন্যায় আশ্রয়কেন্দ্রে উন্নতমানের খাবার বিতরণ সেনাবাহিনীর

৩ সপ্তাহ আগে
সিলেট অঞ্চলে বিগত কয়েকদিন ধরে টানা ভারি বর্ষণের ফলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। পানি বন্দি গ্রামবাসী স্থানীয় একটি বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করেন।

ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) বানিয়াচং, হবিগঞ্জ আর্মি ক্যাম্প থেকে ওই আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৩৪ জন সনাতন ধর্মালম্বীসহ মোট ১২০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করা হয়। 


আশ্রয়কেন্দ্রে অবস্থানরত সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: সিলেটে ঈদ ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন মানবিক উদ্যোগ শুধুমাত্র একটি তাৎক্ষণিক সহায়তা নয়। বরং দেশের জনগণের প্রতি একটি বার্তা যে, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সব শ্রেণীর মানুষের সঙ্গে সুখে-দুঃখে সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন