ফিলিপাইনসের উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি অঞ্চলে নতুন একটি ঘূর্ণিঝড় তাণ্ডব চালানোয় হাজার হাজার বাসিন্দা এলাকা খালি করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। সোমবার, ১১ নভেম্বর।
গত তিন সপ্তাহে পর পর তিনটি ঘূর্ণিঝড়ের ফলে তৈরি হওয়া বিধ্বংসী পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য বাসিন্দারা এখনও হিমশিম খাচ্ছেন।
গত দুটি ঘূর্ণিঝড় ও গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার বাড়িঘর ও কৃষিক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৯০ লক্ষের বেশি মানুষ যাদের মধ্যে কয়েক লক্ষ আপদকালীন আশ্রয় শিবিরে চলে গেছেন। এক-দুই মাসে যে পরিমাণ বৃষ্টি হয় তা মাত্র ২৪ ঘন্টায় হয়েছে বেশ কিছু মহানগর ও শহরে; সেই পানি জমে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। (এপি)