বন্ধুদের সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওমর ফারুক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধিন মাসদাইর এলাকায় আদর্শ স্কুলের বিপরীত পাশে অবস্থিত পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।  

 

নিহত ওমর ফারুক শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. রায়হানের ছেলে।


আরও পড়ুন: বন্ধুর এলাকায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওমর ফারুক তার বন্ধুদের সঙ্গে গোসল করতে আদর্শ স্কুলের বিপরীত পাশের পুকুরে নামে। এর কিছুক্ষণ পর সে পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। বিষয়টি তার সাথে থাকা অন্যান্য শিশুরা তাদের অভিভাবক ও স্থানীয়দের জানায়। পরে এলাকাবাসী পুকুর থেকে ওমর ফারুকের নিথর দেহ উদ্ধার করে সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সময় সংবাদকে বলেন, খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। পরিবারের সাথে কথা বলে জানতে পারি পুকুরে গোসল করতে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। বর্তমানে ওই শিশুর মরদেহ তার বাড়িতে রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ দেন নি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন