বন্ধ হচ্ছে মার্কিন অর্থায়নে চালিত আরবি ভাষার টিভি চ্যানেল

৬ দিন আগে
বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থায়নের পরিচালিত আরবি ভাষার টিভি চ্যানেল আল হুররার সম্প্রচার। চ্যানেলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর ডনের।

ইরাকে সামরিক আগ্রাসনের পর কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার কাভারেজ মোকাবিলায় ২০০৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন আল হুররা চ্যানেল চালু করে। প্রায় দুই দশক পর চ্যানেলটি বন্ধ করে দেয়া হচ্ছে। 

 

আল হুররা কর্তৃপক্ষ শনিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তহবিল বন্ধ করে দেয়ার পর চ্যানেলের সম্প্রচার বন্ধ এবং বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ঢাকার ‘মার্চ ফর গাজা’র খবর এবার আল জাজিরায়

 

আল হুররা যুক্তরাষ্ট্রভিত্তিক আরবি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল যার মাধ্যমে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকায় সংবাদ প্রচার করা হত। মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের মাধ্যমে (এমবিএন) চ্যানেলটি নিয়ন্ত্রণ করা হত। ২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চ্যানেলটি ২২টি দেশে সংবাদ পরিবেশন করত।

 

বিলিয়নিয়ার ইলন মাস্কের নেতৃত্বে ব্যাপক ব্যয় হ্রাস অভিযানের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন গত মাসে সরকার-সমর্থিত গণমাধ্যমের জন্য সমস্ত আর্থিক অনুদান বন্ধ করে দেয়ার ঘোষনা দেয়। এর পদক্ষেপের অংশ হিসেবে প্রথমেই ভয়েস অফ আমেরিকার অর্থায়ন স্থগিত করা হয়।  

]]>
সম্পূর্ণ পড়ুন