বদরুদ্দীন উমর লেখক-গবেষক–তাত্ত্বিক ও বামপন্থী রাজনীতিক। ৯৪ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে গত রোববার (৭ সেপ্টেম্বর) তিনি মারা গেছেন। লেখক-গবেষক মহিউদ্দিন আহমদ বদরুদ্দীন উমরের একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই সাক্ষাৎকার সংকলিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে বের হওয়া বামপন্থার সুরতহাল বইয়ে। এখানে উঠে এসেছে তাঁর জীবনের অভিজ্ঞতার কথা। একই সঙ্গে তিনি দিয়েছেন বাম রাজনীতির একটি সুরতহাল রিপোর্ট।