বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০০৯ সালের আগস্ট মাস থেকে ২০২৪ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের মূল কপি ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানোর অনুরোধ করা হলো।
এরআগে, বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বরখাস্ত ও বৈষম্যের মাধ্যমে নিপীড়িত সেনা কর্মকর্তারা বঞ্চিত সামরিক কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা দেয়ার দাবি ওঠে। এছাড়া সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কারেরও দাবি জানান বঞ্চিতরা।
আরও পড়ুন: জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে কমিটি: আইএসপিআর