বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

৩ সপ্তাহ আগে
দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

 

এ পরিস্থিতিতে সংস্থাটি বলছে, শনিবার (৭ জুন) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের সব বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা পুরো সপ্তাহে অব্যাহত থাকতে পারে। এ সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

 

এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস বলছে, আজ দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পরে। এছাড়া আগামীকাল রোববার (৮ জুন) দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। 

 

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

]]>
সম্পূর্ণ পড়ুন