আবহাওয়ার প্রভাবে বিলম্বিত ম্যাচে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তিন গোল করলো চেলসি। শার্লটে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে তারা ৪-১ গোলে হারালো ১০ জনের বেনফিকাকে। শনিবার জিতে ব্রাজিলের পালমেইরাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব।
ক্রিস্টোফার এনকুনকু, পেদ্রো নেতো ও কিয়ের্নান ডিউসবুরি-হাল ৯ মিনিটের ব্যবধানে তিন গোল করেন। বজ্রঝড়ের কারণে ম্যাচের মাঝপথে প্রায় দুই ঘণ্টা... বিস্তারিত