১. হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস: তালিকার শুরুতেই আছে ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’। ষাটের দশকের কোরিয়ায় দুই তরুণ-তরুণীর সাধারণ জীবনের গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা কিম উন-সিয়ক। কোনো টুইস্ট নেই, কোনো চমক নেই কিন্তু গল্পের পরতে পরতে রয়েছে স্মৃতিকাতরতা। আর তাতেই এই সাধারন গল্প হয়ে উঠেছে অসাধারণ। আইইউ আর পার্ক বো-গামের অভিনয়ে প্রেম, স্মৃতি আর হারিয়ে যাওয়ার বেদনা এতটাই মানবিক, যে চোখ ভিজে যায় অজান্তেই।
আরও পড়ুন: সারাবিশ্বের সঙ্গে একই দিনে দেশের পর্দায় নতুন ‘অ্যাভাটার’
২. ওয়ে ব্যাক লাভ: ২য় অবস্থানে রয়েছে প্রেম, অনুশোচনা আর শেষ সুযোগের গল্প ‘ওয়ে ব্যাক লাভ’। মাত্র ছয় পর্বের এই সিরিজ আবেগের গভীরতা ছুঁয়ে যায়। কিম মিন-হার অভিনয় সিরিজটিকে করে তুলেছে অনন্য।
৩. স্কুইড গেম: বিশ্বখ্যাত সিরিজ স্কুইড গেম এর ৩য় কিস্তি রয়েছে এই তালিকার ৩য় অবস্থানে। শেষ মৌসুমেও আধুনিক পুঁজিবাদের নিষ্ঠুরতা তুলে ধরেছে ‘স্কুইড গেম’। ‘স্কুইড গেম ৩’-এ খেলোয়াড়রা আগের চেয়েও আরও ভয়ংকর খেলায় টিকে থাকার লড়াইয়ে নামে, যা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের গায়ে কাঁটা ধরিয়ে দেয়।

৪. টেম্পেস্ট: চলতি বছরের ৪র্থ সেরা কে-ড্রামা ‘টেম্পেস্ট’। রাজনৈতিক থ্রিলার হলেও সিরিজটির প্রাণ শক্তিশালী প্রেম। জুন জি-হিউন ও গাং ডং-ওনের রসায়ন, আন্তর্জাতিক ষড়যন্ত্র ও যুক্তরাষ্ট্রের ভূমিকাকে বাস্তবসম্মতভাবে দেখানোর সাহস—সব মিলিয়ে টেম্পেস্ট হয়ে উঠেছে দর্শকপ্রিয়।
৫. আওয়ার আনরিটেন সিউল: তালিকার ৫ম অবস্থানে রয়েছে ‘আওয়ার আনরিটেন সিউল’। মানসিক অসুস্থতাকে ব্যর্থতা নয়, সাহস হিসেবে দেখার বার্তা দেয় এই সিরিজ। যমজ বোন মি-জি ও মি-রি-র জীবন বদলের গল্পে উঠে এসেছে হতাশা, শোক ও নতুন করে বাঁচার চেষ্টা। যদি আপনি এমন গল্প পছন্দ করেন, যা কিছুটা মেলোড্রামা আর রোমান্সের মিশ্রণে তৈরি, তাহলে সিরিজটি আপনার জন্যই।
আরও পড়ুন: আগামীকাল সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘অ্যানাকোন্ডা’ ও ‘স্পঞ্জবব’


২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·