বছরের শেষদিকে এসে সব আলো কেড়ে নিলেন হকির আমিরুল

৩ সপ্তাহ আগে
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যত মাতামাতি তার সবটাই ক্রিকেট আর ফুটবল নিয়ে। এই দুই ইভেন্টের বাইরে আর কোনো ইভেন্টে তেমন একটা সাড়া মেলে না। অথচ এই বাংলাদেশের আরও অনেক জনপ্রিয় খেলা আছে, যার মধ্যে অন্যতম হকি। একটা সময় ছিল, যখন বিশ্বের বড় বড় সব হকি দলকে ঘোল খাইয়ে দিতো বাংলাদেশ। আর সেই হকিই হারাতে বসেছিল। কিন্তু বাংলাদেশের হকিকে হারাতে দিলেন না আমিরুল ইসলামরা। বছরের শেষদিকে এসে পুরো বিশ্বকেই যেন চমকে দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।

প্রথমবারের মতো হকির যে-কোনো পর্যায়ে বিশ্বকাপের মঞ্চে জায়গা পায় বাংলাদেশ। অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে খেলতে গিয়ে সব আলোটাই যেন কেড়ে নিলেন বাংলাদেশের তরুণ হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে কি দুর্দান্ত পারফরম্যান্সটাই না করলেন ঝাঁকড়া চুলের এই তরুণ খেলোয়াড়। প্রথমবার বিশ্বমঞ্চে অংশগ্রহণ করেই অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অসাধারণ লড়াই করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭-২৪তম স্থান নির্ধারণী পর্যায়ে তিন ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স কাপের ট্রফি জিতেছে বাংলাদেশ। 

 

যুব বিশ্বকাপে খেলতে গিয়ে রীতিমতো দ্যুতি ছড়িয়েছেন আমিরুল ইসলাম। ৪ ম্যাচেই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ১৮ গোল করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। যুব হকি বিশ্বকাপের ইতিহাসে কোনো আসরে এত গোল করতে পারেননি আর কোনো খেলোয়াড়। বাংলাদেশের অন্য কোনো খেলোয়াড়েরও বৈশ্বিক পর্যায়ে নেই এমন স্বীকৃতি। 

 

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। সেই খেলাতেই চলতি বছরে সাফল্য এনে দিয়েছে নারী দল। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ ও নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে ব্রোঞ্জ। যুব এশিয়ান গেমসেও বালক ও বালিকা দুই বিভাগেই ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। 

 

শুটিং-আর্চারি না থাকায় ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে সৌদি আরব থেকে পাঁচটি পদক নিয়ে ফিরেছেন দেশের ক্রীড়াবিদরা, যার তিনটিই ভারত্তোলনে। 

 

আরও পড়ুন: ২০২৫: টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্বপ্নের বছর

 

এত এত সাফল্যের মাঝেও আছে কিছু বিতর্ক। আগের বছর দেশসেরা দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকীর পর দেশ ছেড়েছেন অ্যাথলেট জহির রায়হান। তারা তিনজনই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। অনেকটা অভিমানী হয়েই দেশ ছেড়েছেন তারা। 

 

দেশের হকি ইতিহাসের অন্যতম সেরা তারকা রাসেল মাহমুদ জিমি। এ বছর জাতীয় দল থেকে বাদ পড়েন এই খেলোয়াড়। এছাড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি গঠন নিয়ে ছিলো তুমুল বিতর্ক। 

 

এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। দ্বিতীয় কোনো বাংলাদেশি আর্চার হিসেবে এশিয়ান পর্যায়ে সোনা জয়ের কীর্তি গড়েন তিনি। এর আগে ২০১৯ সালে এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ সোনা জিতেছিলেন রোমান সানা। 

 

২০২৫ সালে বিভিন্ন ফেডারেশনের কমিটিতে হয়েছে রদবদল। এই রদবদলে অনেক প্রশ্ন ও বিতর্ক জন্ম দিয়েছে। বিশেষ করে শুটিং, আর্চারি ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির সঙ্গে ক্রীড়া প্রশাসনের দূরত্বও প্রকাশ হয়েছে একাধিকবার। 

 

আরও পড়ুন: পিএসএলে দল নিতে পাঁচ দেশের ১২ প্রতিষ্ঠানের আবেদন

 

বাংলাদেশের শীর্ষ ক্রীড়া প্রতিষ্ঠান অলিম্পিক অ্যাসোসিয়েশন। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিওএ নির্বাচন। অলিম্পিকের মহাসচিব ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সার্চ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করা জোবায়েদুর রহমান রানা ও সার্চ কমিটির সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব:)। ফেডারেশনগুলো গঠন হয়েছে মূলত তাদের সুপারিশের ভিত্তিতেই। 

 

এ বছরের শেষ দিকে আলোচনার সৃষ্টি করে নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়ে। জাহানারার পর যৌন হেনস্তার অভিযোগ করেন শুটার এমা। এরপর সাবেক শুটার শারমিন আক্তার রত্না, শুটার কামরুন নাহার কলি সহ আরও অনেকে অভিযোগ করেন শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে। এ বিষয়ে খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও এখন পর্যন্ত প্রতিবেদন জমা দেয়নি সেই তদন্ত কমিটি। 

 

দেশের ক্রীড়াঙ্গনে ২০২৫ সালে উল্লেখযোগ্য অর্জন ছিল ওয়াদিফা আহমেদের মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়া। এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। রাণী হামিদ, লিজ ও শিরিনের পর চতুর্থ নারী হিসেবে মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছেন ওয়াদিফা। 

 

চলতি বছর আন্তর্জাতিক মাস্টারের তৃতীয় নর্ম পেয়েছেন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার। তবে আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং এখন পর্যন্ত স্পর্শ করতে পারেননি তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন