বছরের শেষ ম্যাচে রিয়ালের জয়, রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

৪ সপ্তাহ আগে
বছরের শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করতে কিলিয়ান এমবাপ্পের দরকার ছিল মাত্র একটি গোল। ম্যাচের শেষদিকে পাওয়া পেনাল্টি থেকে গোল করে নিজের আইডলকে ছুঁয়েও ফেললেন এই ফরাসি সুপারস্টার। সেই সঙ্গে বেলিংহ্যামের গোলে সেভিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচটা জয় দিয়েই শেষ করলো রিয়াল মাদ্রিদ।

শনিবার (২০ ডিসেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। এদিন দ্বিতীয়ার্ধের একটা বড় সময় ১০জন নিয়ে খেলেছে সফরকারীরা।


প্রথমার্ধে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে এমবাপ্পের গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। ম্যাচের ৬৮ মিনিটে লাল কার্ড দেখেন সেভিয়ার মার্কোস তেক্সেইরা।


এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল। শাবি আলনসোর দল অবশ্য ম্যাচ একটা বেশি খেলেছে। ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের সংগ্রহ ৪২ পয়েন্ট। ১৭ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৪৩ পয়েন্ট।

 

আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৯ জনের টটেনহ্যামকে হারাল লিভারপুল


১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নবম স্থানে সেভিয়া।


ম্যাচে বলের দখলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ গোলের জন্য ১৮টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে সেভিয়া ১৪টি শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে।


 

59 goals in 2013 🤝 59 goals in 2025

Kylian Mbappé equals Cristiano Ronaldo's record for most goals by a Real Madrid player in a calendar year 😤 pic.twitter.com/qVSL8yN1Fm

— B/R Football (@brfootball) December 20, 2025


আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের প্রথমার্ধের খেলা আগায়। ৩৮ মিনিটে ডেডলক ভাঙেন বেলিংহ্যাম। ডান দিক থেকে রদ্রিগোর ক্রসে লাফিয়ে হেড নেন বেলিংহ্যাম।


দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলা আগাতে থাকে। জন্মদিনে ম্যাচ খেলতে নামা এমবাপ্পের একাধিক প্রচেষ্টা নষ্ট হয়। আলেক্সিস সানচেজ ও রোমেরোর একাধিক প্রচেষ্টা রুখে দিয়ে রিয়ালের গোলপোস্ট অক্ষত রাখেন থিবো কোর্তোয়া।


৬৮ মিনিটে বেলিংহ্যামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সেভিয়ার ডিফেন্ডার মার্কাও।


নির্ধারিত সময়ের ৪ মিনিট বাকি থাকতে পেনাল্টি পায় রিয়াল। রদ্রিগোকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল রিয়াল।


আরও পড়ুন: ভল্ডেমাডের জোড়া গোলের পর চেলসির ‘কামব্যাক’


স্পটকিক থেকে গোল করেন বার্থডেবয় এমবাপ্পে। আর এই গোলেই এক পঞ্জিকাবর্ষে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদোর সঙ্গী হলেন এই ফরাসি। দুজনই করেছেন ৫৯ গোল। রোনালদো ২০১৩ সালে রেকর্ডটি গড়েছিলেন।


নিজের আইডলের রেকর্ডে ভাগ বসিয়ে তার চিরচেনা 'সিউ' উদযাপন করে উপলক্ষটা স্মরণীয় করে রাখেন এমবাপ্পে। এবারের লা লিগায় ১৮ ম্যাচে ১৮ গোল করলেন এই ফরাসি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন