দেখে নিন বছরজুড়ে কোন কোন ওয়েব সিরিজ সেরার তালিকায় জায়গা করে নিয়েছে-
১. রঙিলা কিতাব: সম্প্রতি স্ট্রিমিং প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় ‘রঙিলা কিতাব’। কিঙ্কর আহসানের উপন্যাস 'রঙিলা কিতাব' অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। যেখানে অভিনয় করেছেন পরীমণি, মোস্তাফিজুর নূর ইমরান, ফজলুর রহমান বাবু। সিরিজটি প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, মূল উপন্যাসটিকে উপজীব্য করে নতুনভাবে সিরিজটির গল্প সাজিয়েছেন তিনি। গ্যাংস্টার গল্পের থেকে প্রদীপ এবং সুপ্তির ক্যামিস্ট্রিকে প্রাধান্য দিয়েছেন নির্মাতা। গল্পে দেখা যায়, প্রত্যন্ত একটি অঞ্চলে সুপ্তি ও প্রদীপের সুখের সংসার শুরু হয়। তবে বেশি দিন সুখ স্থায়ী হয় না। প্রদীপের অতীত কার্যকলাপের কারণে একদিকে গ্যাংয়ের লোকজন, অন্যদিকে পুলিশ তাকে খুঁজে বেড়ায়। তার সঙ্গে সঙ্গে পালিয়ে বেড়ায় অন্তঃসত্ত্বা সুপ্তি। এমন ঘটনাকে সামনে নিয়ে এগিয়ে গেছে 'রঙিলা কিতাব।'
২. খাসির পায়া: শরীফুল হাসানের ছোটগল্প অবলম্বনে অ্যানথোলজি সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ ওয়েব সিরিজটি বানিয়েছেন নির্মাতা কাজী আসাদ। চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় পর্ব ‘খাসির পায়া’। নির্মাতার মতে, নামের মধ্যেই সিরিজটির রহস্য লুকিয়ে আছে। গল্পের যোগাযোগ আছে খাবারের সঙ্গে। সিরিজটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
৩. সিটাডেল: সম্প্রতি অ্যামাজন প্রাইমে রুশো ভ্রাতৃদ্বয়ের ‘সিটাডেল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি শুরু হয়েছে। নির্মাতা রাজ ও ডিকে পরিচালিত এই সিরিজটি মূলত সিটাডেল ইউনিভার্সের প্রিকুয়েল। মূলত এক উঠতি অভিনেত্রী হানিকে নিয়ে এগিয়ে গেছে গল্পটি। শুটিংয়ে স্টান্টম্যান বানির সঙ্গে পরিচয় হয় হানির। এই বানিই তাকে গুপ্তচরের দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর শুরু হয় সন্তান নাদিয়াকে নিয়ে হানির নতুন যাত্রা। অ্যাকশন, থ্রিলার ধর্মী এই সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ান।
৪. ইট এন্ডস উইথ আস: স্ট্রিংমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নির্মাতা জাস্টিন বালদোনি পরিচালিত সিনেমা 'ইট এন্ডস উইথ আস'। মুক্তির পূর্বে সমালোচকদের ছিল বেশ মিশ্র প্রতিক্রিয়া। তবে গত আগস্টে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর বেশ ব্যবসায়িক সাফল্য পায়। ২০১৬ সালে প্রকাশিত কলিন হুভারের একই নামের উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হয়েছে। রোমান্টিক ড্রামাধর্মী এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ব্লেইক লাইভলি। এমনকি নির্মাতা নিজেও আছেন একটি চরিত্রে।
৫. ডিসপিকেবল মি ৪: চলতি বছরের ব্যবসায়িক সফল সিনেমাটি জিও এর বদৌলতে এবার ওটিটিতে দেখা যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস রেনড। যেখানে মূল চরিত্রে কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান। গল্পটিতে গ্রু ও অ্যান্টিভিলেন লিগ (এভিএল) এজেন্টরা ম্যাক্সিম লে মালকে গ্রেপ্তার করে। জেল থেকে পালানোর পর সে ও তার বান্ধবী ভ্যালেন্টিনা গ্রু এবং তার পরিবারের ওপর প্রতিশোধ নিতে চায়।
৬. অগ্নি: ফায়ার ফাইটার্সদের কাহিনিকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে মূল চরিত্র দুটি। ভিত্থল এবং তার জামাইবাবু সমিত। ভিত্তল দমকলকর্মী, সমিত পুলিশ অফিসার। ব্যক্তিগত জায়গায় তাদের অনেক মতপার্থক্য রয়েছে। কিন্তু ব্যক্তিসত্ত্বাকে দূরে সরিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে একসঙ্গে হাত মেলায় দুজনে। রাহুল ঢোলাকিয়া পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, দিব্যেন্দু শর্মা, সায়ামি খের, সাই তমহানকর, জিতেন্দ্র যোশী। আমাজন প্রাইম ভিডিওতে ৬ ডিসেম্বর মুক্তি পায় ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত ওটিটি অরিজিনাল ফিল্ম ‘অগ্নি’।
৭. ব্ল্যাক ডাভস: ব্রিটিশ এ স্পাই সিরিজটি তৈরি করেছেন জো বারটন। এর কাহিনি হেলেনের ওপর ভিত্তি করে এগোতে থাকে। হেলেন এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করে কিন্তু সে সময় তার গোপন পরিচয়ের কথা সে ভুলে যায়। যখন তার প্রেমিক লন্ডনের বিপজ্জনক অপরাধ জগতের শিকার হয়ে পড়েন, তখন হেলেনের নিয়োগকর্তারা তাকে রক্ষার জন্য স্যামকে পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু পরবর্তীকালে হেলেন নিজেই এক বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। এ সিরিজে অভিনয় করেছেন কিরা নাইটলি, বেন উইশো, সারা ল্যাঙ্কাশায়ার, আন্দ্রিয় কোজি, ওমারি ডগলাস, ক্যাথরিন হান্টার এবং ট্রেসি উলম্যান। সিরিজটি পরিচালনা করেছেন জো বার্টন। এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর।
৮. আমরণ: শিবা কার্তিকেয়ানের সবশেষ তামিল অ্যাকশন সিনেমা ‘আমরণ’ অসাধারণ সফলতা অর্জন করেছে। ভারতীয় বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ব্যবসা সফল হিসেবে আত্মপ্রকাশ করেছে সিনেমাটি। এটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় পেরিয়ে গেছে, যা এটিকে একটি ব্লকবাস্টার সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিনেমাটি পরিচালনা করেন রাজকুমার পেরিয়াসামি এবং শিবাকার্তিকেয়ানের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেন সাই পল্লবী, ভুবন অরোরা, রাহুল বোসসহ আরও অনেকে। এটি নেটফ্লিক্সে ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে।
৯. পঞ্চায়েত সিজন ৩: ফুলেরা গ্রামের গল্প, সরপঞ্চ, সেক্রেটারি ও বানরাকাস আবারও দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত। এবার মঞ্জুদেবী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বানারকাস থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন তিনি। অন্যদিকে, নতুন সচিব আসায় পুরনো সচিবের জন্যও সমস্যা তৈরি হয়। বছরে দুর্দান্ত সফলতা এনে দিয়েছে এই শিল্পকর্ম।
আরও পড়ুন: ফিরে দেখা ২০২৪ / ২০২৪-এ কোন কোন তারকা বাবা-মা হয়েছেন
১০. মেরি: মেরি অ্যালো, হান্নাহ লিডার, গিলিয়ান হরমেল এবং জোশুয়া হ্যারিস প্রযোজিত এ ব্রিটিশ সিনেমাটি পরিচালনা করেছেন ডি জে কারুসো এবং লিখেছেন টিমোথি মাইকেল হেইজ। এ থ্রিলার সিনেমাটি মেরির কাহিনি নিয়ে, যিনি যিশুর আশ্চর্যজনক জন্মের পর লুকিয়ে থাকতে বাধ্য হন। এ মহাকাব্যিক ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন নোয়া কোহেন, স্টেফানি নুর, ইদো টাকো, সুসান ব্রাউন, অ্যান্থনি হপকিন্স, হিলা ভিডোর, মেহমেত কুরতুলুসসহ অনেকে। সিনেমাটি ৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
আরও পড়ুন: বছরের আলোচিত ১২ তারকার বিয়ে