বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি জানান, সোমবার সকালে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্য মাছ শিকারে যায় এফবি আবদুল্লাহ তুফান নামের একটি মাছ ধরার ট্রলার। গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ঢেউয়ের তীব্রতায় ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা আরেকটি ট্রলারের জেলেরা সাগরে ভাসমান অবস্থায় এফবি আবদুল্লাহ তুফান নামে ট্রলারের ১৮ জেলেকে উদ্ধার করে।
আরও পড়ুন: আরাকান আর্মির ধাওয়ায় নাফ নদীতে ট্রলারডুবি, ৭ জেলে জীবিত উদ্ধার
ডুবে যাওয়া ট্রলারটি বরগুনার পাথরঘাটা উপজেলার সগির কোম্পানির মালিকানাধীন। উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলার মহিপুরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উদ্ধার করা সব জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটার বিভিন্ন গ্রামে।