শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাতে নওগাঁ জেলা নিয়ামতপুরের নেহেন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী শাকিল নামে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
শনিবার বিকেলে বগুড়া সদর থানায় এক সাংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
আরও পড়ুন: আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা
তিনি বলেন, গত ১৪ জানুয়ারি রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুরের তিলকপুর গ্রামে ছিনতাইয়ের সময় স্থানীয়রা কলম ও তার দুই সহযোগীকে আটক করে এলোপাতাড়ি মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করনো হয়। সেখানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে হাতকড়াসহ কলম পালিয়ে যায়। পরে বগুড়া জেলা পুলিশের অভিযানে শুক্রবার কলম এবং তার সহযোগী শাকিলকে নওগাঁর নিয়ামতপুর থেকে গ্রেফতার করা হয়।
একই সঙ্গে গ্রেফতার কলমের ভাড়া বাসার ইটের স্তূপের ভিতর থেকে উদ্ধার করা হয় পুলিশের হাতকড়া।
আরও পড়ুন: বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার
সুমন রঞ্জন সরকার আরও জানান, গ্রেফতার কলমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ ৪টি মামলা বিচারাধীন। ছিনতাইয়ের ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর থানায় এবং পুলিশ পাহারা থেকে পালানোর ঘটনায় বগুড়া সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলেই কলমকে আদালতে পাঠানো হয়েছে।