বগুড়ায় সেনা অভিযানে দুই রাউন্ড গুলি উদ্ধার

৩ সপ্তাহ আগে
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) রাতে শহরের চকসূত্রাপুর কসাইপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর ক্যাম্পের লেফটেন্যান্ট আল ফাহাদ। তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকা নজরদারিতে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে দুই তলা একটি ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

 

ঘটনাস্থলে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে একজনের উপস্থিতি টের পাওয়া গেলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পলাতক ব্যক্তির নাম বিশাল (২৪)।

 

আরও পড়ুন: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে আইনি নোটিশ

 

লেফটেন্যান্ট আল ফাহাদ বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসবিরোধী কার্যক্রমে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

 

তিনি আরও জানান, পলাতক ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন