বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

৩ সপ্তাহ আগে
বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু খুন হয়েছেন। নিহতের নাম বিদ্যুৎ শেখ (৩০)। তিনি শহরের বৃন্দাবনপাড়ার দুলাল শেখের ছেলে।

শুক্রবার (১৩ জুন) বিকেল পাঁচ টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় খুনের ঘটনা ঘটে। 


মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্মে রাখা আছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: ঈদের নামাজে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

পুলিশ জানান, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তার ঘনিষ্ঠ বন্ধু রনির সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল বেশ কিছুদিন ধরে। শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পিছনে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন