বুধবার (১৮ জুন) বিকেলে জেলা জুড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নানা আয়োজনের অংশ হিসেবে শহরের চেলোপাড়া চাষী বাজারসহ আশপাশের এলাকায় পাঁচ শতাধিক গাছ রোপণ করা হয়। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের সমন্বয়ে গাছগুলো রোপণ করা হয়।
৬ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের যৌথ আয়োজনে এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর ব্যবস্থাপনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ডা. জুবাইদা রহমানের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে বিএনপির নেতাকর্মীরা যেমন লড়াই-সংগ্রাম করে যাচ্ছেন, ঠিক তেমনিভাবে হাজারো ত্যাগ স্বীকার করে তারেক রহমানের পাশে থেকে সংগ্রাম করে গেছেন ডা. জুবাইদা রহমান।
তিনি আরও বলেন, চিকিৎসা পেশার উজ্জ্বল ক্যারিয়ার বিসর্জন দিয়ে বছরের পর বছর জিয়া পরিবারের অভ্যন্তরে হাল ধরেছিলেন বগুড়ার পুত্রবধূ ডা. জুবাইদা। তার মাঝে আমরা আগামী দিনের মেধাবী নেতৃত্বের সম্ভাবনা দেখতে পাই।
এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পছন্দের নিম গাছ ছাড়াও ফুল ও ফলের গাছের সমন্বয়ে গাছ লাগানোর বিষয়টি তুলে ধরেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন মসজিদে ডা. জুবাইদা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন মন্দিরেও তার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়াও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়।