বগুড়ায় ছেলের সঙ্গে ঈদের নামাজে মুশফিক

৩ সপ্তাহ আগে
ছেলে শাহরোজ রহিম মায়ানকে সঙ্গে নিয়ে বগুড়ায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। এ সময় মুশফিকের বাবা মাহাবুব হামিদ তারাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শনিবার (৭ জুন) সকাল ৮ টায় নিজ এলাকা বগুড়া শহরের মাটিডালি ধরমপুর ঈদগাহ মাঠে তিনি ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

 

নামাজ শেষে মুশফিকুর রহিম পাড়া-প্রতিবেশী ও নামাজে আসা মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। পাশাপাশি তার ভক্তদের আবদার মেটাতে নেন সেলফিও।

 

আরও পড়ুন: ত্যাগের মহিমার পবিত্র ঈদুল আজহা আজ

 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, সামনে জাতীয় দলের অনেকগুলো খেলা আছে। আমরা চেষ্টা করছি ভালো কিছু করর।

 

মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন মুশফিকুর রহিম। ছবি: সময় সংবাদ

 

সম্প্রতি খেলায় কিছুটা ছন্দপতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামনের শ্রীলঙ্কা সিরিজের মধ্যদিয়ে বাংলাদেশ ক্রিকেট দল আবারও পারফম্যান্সে ফিরে আসবে।

 

মুশফিকের বাবা মাহাবুব হামিদ তারা বলেন, দাদা হয়ে নাতি ও ছেলেকে সঙ্গে নিয়ে ঈদ করার আনন্দটা দারুণ। জীবনে বারবার এই আনন্দের মুহূর্তগুলো ফিরে আসুক।

]]>
সম্পূর্ণ পড়ুন