বগুড়ায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

১ সপ্তাহে আগে
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে তিন দিনের নববর্ষ প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপনী ঘোষণা করেন আয়োজকরা। এর আগে ১৬ জানুয়ারি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫ শুরু হয়।

 

আয়োজকরা জানান, ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের জানানোর উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন করা হয়।

 

সমাপনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইসলামী ছাত্র শিবিরের বগুড়া শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ খন্দকার। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার সভাপতি রেজোয়ানুল ইসলাম।

 

আরও পড়ুন: জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

 

সমাপনী বক্তব্যে রেজোয়ানুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের পর সরকারি আজিজুল হক কলেজ তথা সব জেলায় কেন্দ্রীয় উদ্যোগে নববর্ষ বই উৎসব ২০২৫ সার্কুলারের আলোকে বগুড়া শহর শাখা আয়োজন করতে পেরেছি। ইসলামী ছাত্র শিবির বগুড়া শহর শাখা তথা কলেজে যে বই উৎসবের আয়োজন করা হয়েছে আমরা লক্ষ্য করেছি এখানে অনেক সাধারণ ছাত্র সমাজের হৃদয়ে ছাত্র শিবির স্থান করে নিয়েছে।’

 

বগুড়া শহর শাখার সভাপতি বলেন, ‘আপনারা জানেন ১৫-১৬ বছরে ইসলামী ছাত্র শিবিরের নামে যে অপপ্রচার চালানো হয়েছে, জুলাই অভ্যুত্থানের পর আমরা সেটি যে অপপ্রচার তা জানানোর জন্য বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করছি।’

 

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখার সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, বগুড়া পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহমেদ প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন