বগুড়ার আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের হুমকি দিয়ে অধ্যক্ষ অবরুদ্ধ

৪ দিন আগে
শিক্ষার্থীদের ‘পুলিশ দিয়ে পিটিয়ে’ ক্যাম্পাস ছাড়া করার হুমকি দেয়ায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে কলেজের প্রশাসনিক ভবনে নিজ কার্যালয়ে শওকত আলম মীরকে অবরুদ্ধ রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র সংসদের নেতাকর্মীরাও একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে অংশ নেন। 

 

শিক্ষার্থীরা জানান, গত বুধবার থেকে সাধারণ শিক্ষার্থীরা কলেজে ভর্তির সময় শিক্ষা সফর ও ম্যাগাজিন ফি বাবদ নেয়া টাকা আদায় বন্ধে আন্দোলন করে আসছিল। রোববার বিকেলে অধ্যক্ষ শওকত আলম মীর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের ‘পুলিশ দিয়ে পিটিয়ে’ ক্যাম্পাস ছাড়া করার হুমকি দেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করেন।

 

রাত ১০টার পরে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ ও শহর ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম অবরুদ্ধ অধ্যক্ষকে নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ শিক্ষক পরিষদ অডিটোরিয়ামে আলোচনায় বসেন। সেখানে দুই ঘণ্টাব্যাপী চলা আলোচনায় অধ্যক্ষ শওকত আলম মীর তার দেয়া হুমকির জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। 

 

আরও পড়ুন: সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি: আসিফ নজরুল

 

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সবার উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পুলিশ দিয়ে পেটানোর হুমকি দেয়াটা অনুচিত।’

 

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরসহ সব ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অধ্যক্ষ দুঃখ প্রকাশ করায় বিষয়টি প্রাথমিকভাবে সমাধান হয়েছে। তবে শিক্ষার্থীদের থেকে নেয়া অতিরিক্ত ফি আদায় বন্ধ না হলে আন্দোলন চলবে।’

 

এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

]]>
সম্পূর্ণ পড়ুন