বগুড়া জেলা যুবদলের সহসভাপতি লাবুকে বহিষ্কার

৫ দিন আগে
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল গ্রহণ করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় ধানের শীষের প্রার্থীদের ভোটে আর কোনো বাধা নেই

তবে বহিষ্কারের অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম লাবু। তিনি বলেন, কোন কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তবে বিএনপি ও যুবদলের বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে প্রবেশ করানোর বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন। সে কারণেই তাঁকে বহিষ্কার করা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।


রেজাউল করিম লাবু আরও বলেন, নিজের অবস্থান পরিষ্কার করতে এবং অতীতে দলীয় আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা কী ছিল, তা জনগণের সামনে তুলে ধরতে শনিবার (আজ) তিনি বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন