বক্সিং ডে টেস্টে ইংল্যান্ড একাদশে পরিবর্তন, অ্যাশেজ শেষ আর্চারের

৩ সপ্তাহ আগে
অ্যাশেজের প্রথম তিন টেস্টেই হেরে সিরিজ হেরে গেছে ইংল্যান্ড। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে বক্সিং ডে টেস্ট। এই টেস্ট সামনে রেখে দুইদিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বক্সিং ডে টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। বাজে ফর্মের কারণে বাদ পরেছেন অলি পোপ। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন জ্যাকব বেথেল। মেলবোর্নে তিন নম্বরে ব্যাট করবেন বেথেল।


তবে বড় ধাক্কা হয়ে এসেছে জফরা আর্চারের ছিটকে পড়া। বক্সিং ডে টেস্ট তো বটেই, সিরিজের শেষ টেস্টও মাঠের বাইরে বসে দেখতে হবে এই ফাস্ট বোলারকে। বাঁ পাশের পেশির চোটে অ্যাশেজ শেষ হয়ে গেছে ৩০ বছর বয়সী এই ফাস্ট বোলারের। আর্চারের জায়গায় দলে এসেছেন গুস অ্যাটকিনসন।

 

আরও পড়ুন: ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে কোহলি


বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রেইডন কার্স ও জশ টাং।   

]]>
সম্পূর্ণ পড়ুন