শুক্রবার (১ আগস্ট) রাতে চতুর্থ শ্রেণীর কর্মীদের অফিস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
জামাল হোসেন বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারের মৃত মুন্নাফ আলীর ছেলে।
আহত জামাল হোসেনের ভাই সজল জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মীদের অফিস ক্লাবের সামনে দাঁড়িয়ে ছিল আমার ভাই। এ সময় মুখোশধারী দুই ব্যক্তি এসে তার চোখের ডান পাশে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের অনস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
আরও পড়ুন: বোরকা পরে এসে স্ত্রীর সামনে যুবদলকর্মীকে গুলি করে হত্যা
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বনানী থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে রেফার্ড করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, বক্ষব্যাধি হাসপাতালের ভিতরে একটি গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।
]]>