বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন

২ সপ্তাহ আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

 

ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মোতালেব জানান, ভোরে স্থানীয়রা ৪ জন নারী ও ৩ জন পুরুষকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক হলেও অনেক আগেই ভারতে গিয়েছিলেন। রাতে বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়।

 

আরও পড়ুন: মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ জনকে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন