এ দিন সন্ধ্যা ৭টার দিকে প্রশাসনিক ভবনের সামনে নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য প্রফেসর মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর এছাক মিয়া।
রেজিস্ট্রার জানান, আসন্ন শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
আরও পড়ুন: শাবিপ্রবিতে ২৫ শিক্ষার্থী বহিষ্কারাদেশের প্রতিবাদে অবস্থান কর্মসূচি
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন, জৈবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. কামরুল ইসলাম , পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক মো. মিছবাহ উদ্দিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. আশরাফ সিদ্দিকী, বাংলা বিভাগের অধ্যাপক মো. রেজাউল ইসলাম, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক রেজোয়ান আহমেদ, রসায়ন বিভাগ অধ্যাপক মো. মাহবুবুল আলম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আবদুল জলিল, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্থাপত্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনযুর-উল-হায়দার এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রাজিক মিয়া।
রেজিস্ট্রার বলেন, নির্বাচন কমিশন বর্তমান প্রবিধি অনুযায়ী শাকসু ও হল সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।
উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ নির্ধারণ করবে। একই সঙ্গে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে সহযোগিতা করবে।
এর আগে ২২ অক্টোবর রোডম্যাপ ঘোষণার দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ জানায়, সোমবার কমিশন ও রোডম্যাপ ঘোষণা করা হবে। তবে আজ কমিশন গঠনের ঘোষণা এলেও রোডম্যাপ প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে শাবিপ্রবির দুই শিক্ষার্থী গ্রেফতার
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, আমরা দ্রুত কমিশনের বৈঠক করে এই সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ দেয়ার চেষ্টা করব। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯৭ সালে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ২৮ বছর পর গঠনতন্ত্র অনুমোদন ও কমিশন গঠনের মাধ্যমে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·