টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, ঢাকাগামী একটি মোটরসাইকেল ময়মনসিংহগামী এমআর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং অপরজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, পুলিশ সদস্য আহত
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।