বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আইপিএল, বিগব্যাশ, ক্যরিবিয়ান সুপার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকেন সমর্থকরা। সে তালিকায় ২০১৮ সালে নাম লিখিয়েছিল আফগানিস্তান। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককলাম, শহীদ আফ্রিদীর মতো টি-২০’র ফেরিওয়ালারা মাঠ মাতিয়েছিলেন সেবার। তবে, নানা কারণে সুখকর অভিজ্ঞতা হয়নি।
পারিশ্রমিকসহ নানা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় ক্রিকেটারদের। সমালোচনায় জর্জরিত হতে হয় আফ্রগানিস্তান ক্রিকেট বোর্ডকে। এক মৌসুম পরই সে প্রতিযোগিতা আর মাঠে গড়ায়নি। অতীতের ভুল শুধরে প্রথমবারের মতো বড় পরিসরে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে এসিবি। অংশ নেবে ৫ দল। আফগানিস্তান জাতীয় দল তাদের বিভিন্ন দলের সঙ্গে সিরিজ নিরপেক্ষ ভেন্যু খেলে থাকে। লিগের ভেন্যু হিসেবে তাই বেছে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। জুন-জুলাইয়ে হবে আসরের প্লেয়ার ড্রাফট।
আরও পড়ুন: এবার রিশাদের সাশ্রয়ী বোলিং, জয়ে শীর্ষে উঠল হোবার্ট
আফগানিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেছেন, ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেটের অগ্রযাত্রার নতুন ধাপ। এটি আমাদের দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও ভালোভাবে তুলে ধরবে। নতুনদের জন্য এটা নিজেদের প্রমাণের বড় মঞ্চ। সে সঙ্গে দেশের ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা ক্রিকেটারদের চমৎকার পারফরম্যান্স দেখার সুযোগ মিলবে দর্শকদের। ২০১৮ সালে আমরা একবার চেষ্টা করেছিরাম। সেবার আমাদের বেশ কিছু ভুল ছিল। তবে, এবার সফল আয়োজন করে আমরা সবাইকে চমকে দিতে চাই।’
প্রথমবারের মতো আফগানিস্তান প্রিমিয়ার লিগে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের হাইপ্রোফাইল ক্রিকেটাররাও। আফগান প্রিমিয়ার লিগের সফল আয়োজনের জন্য এরইমধ্যে ট্রান্স গ্রুপ ও আইটি ডব্লিউ ইউনিভার্সের সঙ্গে চুক্তি করেছে এসিবি। দ্রুতই আসরে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর পরিচিতি তুলে ধরবে বোর্ড।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·