ফ্রিজার ভ্যানে করে মাদক পাচার, ইয়াবাসহ আটক ৩

৩ সপ্তাহ আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

বুধবার (২৩ জুলাই) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক হলেন মো. জহির আহম্মেদ, মো. হাবিব ও মো. নাজিম উদ্দিন।

 

ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ফ্রিজার ভ্যানও জব্দ করা হয়।  

 

আরও পড়ুন: ব্যবসায়ী সোহাগ হত্যায় গ্রেফতার আরও ২

]]>
সম্পূর্ণ পড়ুন