ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ফ্রিজ দীর্ঘ সময় ভালো থাকে, কোনো ক্ষতির সম্মুখীন হয় না যত্নের কারণে। কিন্তু যত্নের ঘাটতি হলে ও কিছু ভুলের কারণে ফ্রিজ দ্রুত নষ্ট হয়ে যায়।
গুরুত্বপূর্ণ ৫ কারণে ফ্রিজ দ্রুত নষ্ট হয় বলে মনে করছেন ফ্রিজ ইঞ্জিনিয়াররা। আসুন এক নজরে সে গুরুত্বপূর্ণ কারণগুলো জেনে নিই-
১। কনডেন্সার কয়েল পরিষ্কার না করা: ফ্রিজের পিছনে বা নীচে থাকে কনডেন্সার কয়েল। এটি মেশিনের গরম বাতাস বাইরে বের করে দেয়। ধুলোময়লা জমলে তা পরিষ্কার না করলে এ মেশিনে বেশি চাপ পড়ে যে কারণে ফ্রিজের আয়ু কমে। তাই ফ্রিজ দীর্ঘ সময় ভালো রাখতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার নিয়মিত কনডেন্সার কয়েল পরিষ্কার করুন।
২। দরজার রাবার সিল নষ্ট করা: ফ্রিজের দরজার চারপাশের রাবার সিল ফ্রিজের ভিতরের ঠান্ডা ধরে রাখে। সিল নষ্ট হলে ঠান্ডা বেরিয়ে যায় আর ফ্রিজকে বেশি শক্তি খরচ করতে হয়। এতেও ফ্রিজ দ্রুত নষ্ট হয়। তাই নিয়মিত ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখুন। প্রয়োজনে সামান্য ভেসলিন ব্যবহার করলে সিল নরম থাকবে।
৩। ভেতরের ভেন্ট বন্ধ করা: ফ্রিজ ও ফ্রিজারের ভেতরে থাকা ভেন্ট দিয়ে ঠান্ডা বাতাস ছড়ায়। ভেন্টের সামনে বাসন রেখে দিলে পথ আটকে যায়। ফলে বাতাস চলাচল বাধাপ্রাপ্ত হয়। এতে ফ্রিজ যথেষ্ট ঠান্ডা হয় না। এতে ফ্রিজ দ্রুত নষ্ট হতে পারে। তাই খাবার এমনভাবে সাজান, যাতে ভেন্ট খোলা থাকে।
আরও পড়ুন: মাংস ছাড়াও যেসব খাবার থেকে ছড়াতে পারে সালমোনেলা ব্যাকটেরিয়ার বিষ!
৪। ফ্রিজে খাবার রাখার সঠিক ভারসাম্য না রাখা: ফ্রিজ একেবারে খালি রাখা যাবে না। আবার অতিরিক্ত জিনিস রেখে ফ্রিজ ভরে ফেলাও না যে বাতাস চলাচলে অসুবিধা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজে কম জিনিস থাকলে ঠান্ডা ধরে রাখা কঠিন হয়, আর গাদাগাদি করে বেশি জিনিস থাকলে বাতাস চলাচল বন্ধ হয়ে যায়। এ দুই কারণে ফ্রিজ দ্রুত নষ্ট হয়। দীর্ঘ সময় ফ্রিজ ভালো রাখতে তাই সবসময় ফ্রিজ তিন-চতুর্থাংশ ভর্তি রাখুন।
আরও পড়ুন: ৫ ধাপে ফ্রিজ পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত করুন
৫। বার বার ফ্রিজের দরজা খোলা: ফ্রিজ দ্রুত নষ্ট হয় বার বার ফ্রিজের দরজা খোলার অভ্যাসেও। এতে ফ্রিজের ভেতরের ঠান্ডা বাতাস বার বার বাইরে বের হয়ে যায়। এ কারণে তখন কমপ্রেসারের বেশি কাজ করতে হয়। যা ফ্রিজ নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ।
]]>