ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইথিওপিয়ায় পৌঁছানোর পর দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ তাকে স্বাগত জানান। শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪।
পাঁচ বছরের মধ্যে এই অঞ্চলে এটি ম্যাক্রোঁর প্রথম সফর।
সফরকালে আহমেদ স্থলবেষ্টিত ইথিওপিয়ার লোহিত সাগরে প্রবেশাধিকার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন, এবং এই প্রচেষ্টায় ম্যাক্রোঁর সমর্থনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ ইথিওপিয়ার লোহিত সাগরে প্রবেশাধিকার চাওয়ার বিষয়টিকে বৈধ বলে অভিহিত করেন এবং অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।