ফ্রান্সে মোদিকে ‘অপমানের’ ভিডিও ভাইরাল, নেপথ্যে রাশিয়া?

৪ সপ্তাহ আগে
এআই সামিটে যোগ দিতে ফ্রান্স সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনারও কথা রয়েছে তার। তবে তার আগেই এমন এক ঘটনা ঘটেছে, যা মোদির জন্য ‘চরম অপমানজনক’ বলে প্রচার করছেন অনেকে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নরেন্দ্র মোদি হাত বাড়িয়ে দিলেও তার সঙ্গে করমর্দন না করে অন্য বিশ্বনেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

 

ওই ভিডিওতে, মোদিকে পাশ কাটিয়ে ফরাসি প্রেসিডেন্টকে অন্যান্য নেতাদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। তবে এই ঘটনা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

 

সংবাদমাধ্যম টাইমস নাও বলছে, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি আসল এবং এটি এডিট করা নয়। তবে সেই ভিডিও প্রচার করে যে দাবি করা হয়েছে (মোদিকে এড়িয়ে যাওয়ার), তা ‘বিভ্রান্তিকর’। 

 

আরও পড়ুন: মোদিকে পাত্তা দিলেন না ম্যাক্রোঁ!

 

প্রতিবেদন মতে, ওই ভিডিওতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং নরেন্দ্র মোদিকে একসঙ্গে হলে প্রবেশ করতে দেখা যায়, যেখানে তারা গুগলের সিইও সুন্দর পিচাইকে অভ্যর্থনা জানান। সেখান থেকে ফরাসি প্রেসিডেন্ট কনফারেন্স হলে অন্যান্য নেতাদের অভিবাদন জানাতে ও তাদের সাথে করমর্দন করতে যান।

 

ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডি-ইন্টেন্ট ডাটা দাবি করেছে, ওই ঘটনার আগে বেশ কয়েকবার মোদির সঙ্গে করমর্দন ও হাত মিলিয়েছেন ম্যাক্রোঁ। তারা বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। প্রতিষ্ঠানটির দাবি, মোদিকে এড়িয়ে যাওয়ার যে ভিডিও শেয়ার করা হয়েছে সেটি ‘উদ্দেশ্যপ্রণোদিত’।

 

এদিকে, এ ঘটনার পেছনে রাশিয়া আছে বলেও সামাজিক মাধ্যমে দাবি করছে কেউ কেউ। নেক্সটা নামের একটি এক্স হ্যান্ডেল থেকে দেয়া এক পোস্টে বলা হয়, ‘ক্রেমলিন আরও একটি ভুয়া কেলেঙ্কারি ছড়িয়েছে’। 

 

আরও পড়ুন: ট্রাম্প-মোদির বৈঠকে গুরুত্ব পেতে পারে যেসব বিষয়

 

তাদের পোস্টে দাবি করা হয়, 

রাশিয়ান প্রোপাগান্ডা একটি বিভ্রান্তিকর, প্রেক্ষাপটের বাইরের ভিডিও প্রচার করেছে। এবং দাবি করেছে যে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

এতে আরও দাবি করা হয়, ‘বাস্তবে, ভিডিও ক্লিপটি রেকর্ড করার আগেই তারা (মোদি-ম্যাক্রোঁ) করমর্দন করেছিল এবং পরে সম্মেলন কক্ষে প্রবেশ করে অন্য নেতাদের অভিবাদন জানান।’ 

 

‼️ Kremlin spreads another fake "scandal"

Russian propaganda have circulated a misleading, out-of-context video, claiming that French President Emmanuel Macron allegedly refused to shake hands with Indian Prime Minister Narendra Modi.

In reality, they had already shaken hands… pic.twitter.com/Ugvi3fCYZ2

— NEXTA (@nexta_tv) February 11, 2025

 

ভিডিওটি সম্পর্কে নেক্সটা’র পোস্টে আরও বলা হয়, ‘এটি একটি ক্লাসিক প্রোপাগান্ডা কৌশল: কাটা (ভিডিও), বিকৃত করা এবং সেটিকে স্ক্যান্ডাল হিসেবে উপস্থাপন করা।’

]]>
সম্পূর্ণ পড়ুন