বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার ২য় দিন বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে। এই দল গঠিত হয়েছে, যাতে বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে না হয়। এদেশের মানুষ যাতে কারো বোঝা হয়ে না থেকে স্বাধীনভাবে সকল অধিকার বুঝে নিতে পারে। নাগরিকের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারে।
এ সময় কুড়িগ্রাম জেলার সমস্যা তুলে ধরে তা সমাধানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী আতিক মুজাহিদকে নির্বাচিত করার কথা জানান তিনি।
পথ সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পাটির উত্তর অঞ্চলের মুখ সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড: আতিক মুজাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।
আরও পড়ুন: জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়ব: নাহিদ ইসলাম
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে রাজারহাটের সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত পথসভা শেষে জেলা শহরের ত্রিমোহনীতে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে সেখান থেকে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রাটি জেলা শহরের প্রাণকেন্দ্র ঘোষপাড়ার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে শেষ হলে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
এরপর বিকেল সাড়ে ৩ টার দিকে কুড়িগ্রাম জেলা শহর থেকে ফুলবাড়ী উপজেলার উদ্দেশে যাত্রা শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। ফুলবাড়ী উপজেলা শহরে পথসভা শেষে লালমনিরহাট জেলার যাওয়ার কথা জানায় এনসিপির নেতারা।