ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ফোরদোতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে ইরান আগে থেকেই জানতে পেরেছিল।
মোহাম্মদী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, এই স্থানটি (ফোরদো) অনেক আগেই খালি করা হয়েছে এবং আক্রমণে কোনো অপূরণীয় ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, ‘দুটি জিনিস নিশ্চিত: প্রথমত, বোমা মেরে জ্ঞান ধ্বংস করা যাবে না এবং দ্বিতীয়ত, জুয়াড়িরা এবার হেরে যাবে।’
আরও পড়ুন: হয় শান্তি, না হয় ইরানের জন্য মর্মান্তিক পরিণতি: ট্রাম্পের হুঁশিয়ারি
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২১ জুন) স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি, যা সম্ভবত আগে কখনও কোনো দল করেনি। আমরা ইসরাইলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছি।’
আরও পড়ুন: পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানাল ইরান
ভাষণে ইরানকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, ‘হয় শান্তি স্থাপন হবে, না হয় ইরানের জন্য এক মর্মান্তিক পরিণতি ঘটবে। গত আট দিনে যা ঘটেছে, তার চেয়েও ভয়াবহ হবে।’
ফোরদো ইরানের গোপন এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। প্রাচীন কোম প্রদেশে এক পাহাড়ের গভীরে থাকা এই স্থাপনাটি ইসরাইলি অন্যতম প্রধান ও জটিল লক্ষ্যবস্তু।
]]>