তিনি গণঅধিকার পরিষদের রতনদী তালতলী ইউনিয়ন শাখার আহ্বায়ক ছিলেন। ঘটনার পর তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ফেয়ার কার্ডের চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে সাগর হোসেন দুধা কার্ডধারীদের ২৬ কেজি ৫০০ গ্রাম করে চাল দিচ্ছিলেন। এমন সময় যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, সাগর হোসেন দুধাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর বিকেলে গণঅধিকার পরিষদের রতনদী তালতলী ইউনিয়ন শাখার সদস্য সচিব রিয়াজুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তি দেন। এতে বলা হয়, নীতিবহির্ভূত কর্মকাণ্ড ও সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাগর হোসেন দুধাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।