ফেসবুকে ছবি দিয়ে প্রশ্ন ছুঁড়লেন মিম

২ সপ্তাহ আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আপলোড করে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। ছবিতে পাশে থাকা সহঅভিনেতার নাম ভক্তদের কাছে জানতে চান অভিনেত্রী।

রোববার (৩১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ছবি আপলোড করেন মিম।

 

ছবিতে দেখা যাচ্ছে, হাতে ছুরি নিয়ে সহঅভিনেত্রীর সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর অভিনেতা পেছন ফিরে মিমের দিকে তাকিয়ে রয়েছেন।

 

এমন ছবি দেখে সহজে বুঝার উপায় নেই মিমের সহঅভিনেতা আসলে কে? মিমের এমন পোস্টের পর অনেকেই মন্তব্যের ঘরে মতামত জানাতে শুরু করেছেন।

 

একজন লেখেন, আপনার স্বামী হতে পারে। আরেকজন লেখেন, অবশ্যই তাহসান খান।

 

আরও পড়ুন: ‘খোয়াবনামা’ মুক্তি, একদিনেই ২ মিলিয়ন ভিউ

 

যেহেতু মিমের স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার তাই সহঅভিনেতা কে সে প্রশ্নের উত্তরে বেশিরভাগ ভক্তই অভিনেতা ও গায়ক তাহসান হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন: সম্মাননা পেলেন অপু বিশ্বাস

 

ছবিটি ফেসবুক স্টোরিতেও আপলোড করেছেন মিম। তবে সাথে থাকা সহঅভিনেতা আসলে কে তা অবশ্য এখনও প্রকাশ করেননি অভিনেত্রী। 

 

]]>
সম্পূর্ণ পড়ুন