বুধবার (১১ জুন) রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিম হাওলাদার গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক এবং ব্যাসকাঠি গ্রামের মো. বাদশা হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিসলু সিকদার ফেসবুকে সরকারবিরোধী ও প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে একাধিক স্ট্যাটাস দেন। সন্ধ্যায় বাজারে দেখা হলে জসিম হাওলাদার তাকে এ ধরনের পোস্ট না দিতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কিসলু জসিমকে চড়-থাপ্পড় দেন এবং ফোনে তার লোকজনকে ডেকে আনেন। পরে শফিক সিকদার, নাঈম সিকদার ও শামীম সিকদার তাকে বাড়িতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।
আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ ৫৫ কিলোমিটার বেড়িবাঁধ, নদীপাড়ে ভাঙন আতঙ্ক
স্থানীয় পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির সহায়তায় জসিমকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, ‘রোগীর মুখে ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত কিসলু সিকদারের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
]]>