ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন এনসিপির মাহমুদা মিতু

২ সপ্তাহ আগে
সচেতন না হলে দমন-পীড়নের দিন আবারও ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।
 

পোস্টে তিনি লেখেন, চাটুকারিতা ও দালালি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে স্পষ্ট, সচেতন না হলে দমন-পীড়নের দিন আবার ফিরে আসবেই।
 

এদিকে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আলোচিত চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও প্রচার সম্পাদক মুশফিকুস সালেহীন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন: এবার রহস্যময় পোস্ট সামান্তা শারমিনের
 

ডা. তাসনিম জারা এর আগে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে আজ সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন ও সাহসী পোস্টে তিনি জানান, কোনো দল বা জোটের হয়ে নয়, বরং ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবেই ঢাকা-৯ আসনের জনগণের মুখোমুখি হতে চান তিনি।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. মাহমুদা আলম মিতু।

]]>
সম্পূর্ণ পড়ুন