ফেসবুক-গান থেকে বিদায় নেয়ার আগে থেকেই আলাদা থাকছেন তাহসান

৫ দিন আগে
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। বিয়ের এক বছর পেরোনোর আগে থেকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তিনি গত বছর ৪ জানুয়ারি বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। শুরুর দিকে ফুরফুরে মেজাজে দেখা গেলেও সম্পর্কটা বেশিদিন স্থায়ী হয়নি।

বিষয়টি নিয়ে তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তিনি ফেসবুক এবং নতুন গান থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নেন। তাহসানের ভাষায়, সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।


২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর সব ঠিকঠাক মনে হলেও কয়েক মাসের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহসান জানান, তারা আসলে গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন।

 

আরও পড়ুন: শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেবো: তাহসান


তিনি আরও জানান, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’


তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেয়ার খবরও জানা গেছে।

 

আরও পড়ুন: তাহসানের জীবনের সবচেয়ে বড় সঙ্গী কী, জানালেন নিজেই
 

উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

]]>
সম্পূর্ণ পড়ুন