ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, শ্রীলেখার সঙ্গে ফেরদৌসের প্রথম পরিচয় হয় ‘সিংহ পুরুষ’ সিনেমায়। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস।
শ্রীলেখার ভাষায়,
পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি ছবির জন্য আমার নাম বলেছিলেন। ছবির নাম ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে ওর সঙ্গে পরিচয়। পড়াশোনার পাশাপাশি ও তখন অভিনয় করতো। শান্ত, নম্র স্বভাবের হওয়ায় সহঅভিনেতা হিসেবে আমার ওকে ভালো লাগে।
শ্রীলেখা আরও বলেন,
ওই সিনেমা শেষ করে কলকাতায় আমি একাধিক পরিচালকের ফোনকল পাই। তাদের মধ্যে একজন ছিলেন বাসু চট্টোপাধ্যায়। তিনি আমার জানান, ‘হঠাৎ বৃষ্টি’ নামে একটি সিনেমা করবেন। যার একজন নায়িকা আমি। নায়ক খুঁজছেন। তখন তাকে ফেরদৌসের কথা বলি। আমার সূত্রেই ও টালিউডে পা রাখে। তার মানেই কি প্রেম?
এরপর এ চিত্রনায়িকা একটু অভিমানের সুরেই বলেন,
কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। সহশিল্পীর সঙ্গে কমফোর্টের জায়গা থেকে আমি কিন্তু শুধু অভিনেতা নয়, অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।
আরও পড়ুন: শুভশ্রীর কথার পাল্টা জবাব দিলেন দেব!
সবশেষে অভিনেত্রী জানান, ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার পর তেমন যোগাযোগ ছিল না ফেরদৌস-শ্রীলেখার। কালেভদ্রে শোবিজে দেখা হতো। এখন একেবারেই তাদের মধ্যে যোগাযোগ নেই।
আরও পড়ুন: পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা রাজ রিপার!
]]>