সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করার পর শুনানি শেষে এসব আদেশ দেন আদালত।
সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গোলাম কিবরিয়া টিপু, সাদেক খানসহ একে একে গ্রেফতার নেতা ও পুলিশ কর্মকতাদের আদালতে আনা হয়।
শাহবাগ থানার মামলায় বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপু, মোহাম্মদপুর থানার দু'টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। যাত্রাবাড়ী থানার দু’টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এছাড়াও যাত্রাবাড়ী থানার চার'টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।
আরও পড়ুন: তিন দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকেও। কাফরুল থানার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামাল এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রোকেয়া জামালকে গ্রেফতার দেখানো হয়।
যাত্রাবাড়ী থানার দু’টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে এবং যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৩ দিনের রিমান্ডে।
যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপি'র সভাপতি শমসের মবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
যাত্রাবাড়ী থানার ইমাম হোসেন হত্যা মামলায় থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদ ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
]]>