পাত্রীর নাম রোজা আহমেদ। তিনি জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। একজন সফল উদ্যোক্তাও তাহসান পত্নী।
শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে হঠাৎই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার একাধিক বিশেষ মুহুর্তের ছবি। এরপরই নেটিজেনরা অবাক বনে যান তাহসানের বিয়ের খবরে।
জানা যায়, নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ছাত্রী ছিলেন রোজা। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছর ধরে কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে।
আরও পড়ুন: পাঠ্যবইয়ে ঠাঁই পেলেন র্যাপার হান্নান ও সেজান
এছাড়া পড়াশোনা শেষ করার পর রোজা কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ ইয়র্কের কুইন্সে ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। মেকওভার এডুকেটর হিসেবে কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি।
কোনো রকম গুঞ্জন বা পূর্বাভাস ছাড়াই হঠাৎ বিয়ের এমন খবর অন্তর্জালে ছড়িয়ে পড়ায় তাহসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়।
আরও পড়ুন: বিয়ে করলেন আরমান মালিক
মুঠোফোনে গায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি। এদিকে অফিশিয়াল ফেসবুক পেজে বিয়ের কোনো খবর প্রকাশ করেননি তাহসান।
প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
]]>