ফের বাল্যবিয়ের চেষ্টা, সিঙ্গাপুর প্রবাসীকে ৮০ হাজার টাকা জরিমানা

৩ সপ্তাহ আগে
বাল্যবিয়ে করতে এসে আবারও ধরা পড়েছেন সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদার। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার টিকাসার গ্রামে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালত।

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের পরিচালিত ভ্রাম্যমান আদালত ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী শাহীন হাওলাদারকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধের পর তাকে মুক্তি দেয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরনদীর পূর্ব কটকস্থল গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদার টিকাসার গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এ সময় কিশোরীর বাবা-মা পালিয়ে গেলেও শাহীনকে আটক করা হয়।

 

আরও পড়ুন: বাল্যবিবাহ বন্ধে সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত ইউএনএফপিএ ও ইউনিসেফের

 

উল্লেখ্য, ২০ দিন আগেও একই অপরাধে আরেকটি কিশোরীকে বিয়ে করতে গিয়ে আটক হয়েছিলেন শাহীন হাওলাদার। সে সময় ভ্রাম্যমান আদালত তার কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। কিন্তু এবার আবার একই অপরাধে ধরা পড়েন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন