ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী

৩ সপ্তাহ আগে
ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ‘ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো’ ভেদ করে গেছে। যদিও ইসরাইলি সামরিক বাহিনী এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

 

বিবিসি বলছে, জেরুজালেম এবং তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কারণ ‘আয়রন ডোম’ ইরান থেকে আগত ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। 

 

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্রের বহর দেখে ‘হতবাক’ ইসরাইলিরা

 

সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে আশ্রয় নিতে বলা হয়েছে।

 

এদিকে ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

 

Footage captures the moment an Iranian missile struck its target in occupied territories

Follow: https://t.co/mLGcUTS2ei pic.twitter.com/N60i5kUkPd

— Press TV 🔻 (@PressTV) June 15, 2025

 

স্থানীয়দের ‘সংরক্ষিত এলাকায়’ চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা দেখে হতবাক হয়ে গেছে ইসরাইলি জনগণও, কারণ এসব ক্ষেপণাস্ত্র ইসরাইলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। এমনই তথ্য জানিয়েছেন ইসরাইলি সংবাদমাধ্যম দ্য লোকাল কলের সম্পাদক মেরন র‍্যাপোপোর্ট। 

 

আরও পড়ুন: ইসরাইলের আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইরান 

 

র‍্যাপোপোর্ট আল জাজিরাকে বলেছেন, 

যদিও ইসরাইলি সামরিক বাহিনী এটি (ইরানের হামলা) প্রত্যাশিত ছিল বলে চিত্রিত করার চেষ্টা করছে, কিন্তু ইসরাইলিরা বেশ অবাক যে এত ক্ষেপণাস্ত্র ইসরাইলের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি।

 

তিনি আরও বলেন, ‘এই হামলাগুলো কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করতেও সফল হয়েছে এবং কিছু ঘটনা সম্ভবত জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন