ফেনীতে হত্যাচেষ্টাসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

২ সপ্তাহ আগে
ফেনীতে চুরি, ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৩টি মামলার আসামি নূর হোসেন সেলিমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে ফেনী র‍্যাব-৭ সেলিমকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে।


গ্রেফতার সেলিম ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত এবাদুল হকের ছেলে।


র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে সেলিমসহ একটি চক্র ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গরু চুরি, ডাকাতি, হত্যাচেষ্টাসহ নানা অপকর্ম করে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ফেনীস্থ ‌র‍্যাবের একটি দল আমিরাবাদ ইউনিয়নে অভিযান চালায়। এ সময় সেলিমকে সোনাপুর থেকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: যে মামলায় গ্রেফতার সাবেক সিইসি নুরুল হুদা


ফেনী র‍্যাব-৭ এর অধিনায়ক মো. মিজানুর রহমান বলেন, ‘গ্রেফতার সেলিমের নামে ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় গরু চুরি, ডাকাতি, নাশকতা ও হত্যাচেষ্টাসহ অন্তত ১৩টি মামলা রয়েছে। তাকে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।’


সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, ‘র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া সেলিমকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন