রোববার (৬ জুলাই) পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মাদক মামলায় দুইজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, পরশুরাম বাজারের পোস্ট অফিস রোড ও উত্তর ধনীকুন্ডা থেকে তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, রোববার বিকালে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইসমাইল হোসেন রনি (২১) নামে এক যুবককে পোস্ট অফিস রোডের নুর রেস্টুরেন্টের সামনে থেকে ২৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। রনি পরশুরাম পৌরসভার ৭ নং ওয়ার্ড বাসপদুয়া গ্রামের কলাবাগানের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ভাবির দেয়া তথ্যে ডাকাতির ছক, স্ত্রীসহ ডাকাত সর্দার গ্রেফতার
এদিকে র্যাবের অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ সাইদুল ইসলাম মিশু (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাতে চিথলিয়া ইউনিয়নের উত্তর ধনীকুন্ডা মুক্তার বাড়ির টিনশেড ঘরের সামনে থেকে র্যাবের একটি দল আটক করে পরশুরাম থানায় সোপর্দ করে।
এসময় তার কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মিশু উত্তর ধনীকুন্ডা গ্রামের মৃত সাদেক মিয়া মজুমদারের ছেলে।
]]>