বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সদর উপজেলার রানীরহাট সংলগ্ন তৃপ্তি এগ্রো পার্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব ফ্যামিলি ডে’।
সকাল থেকেই জেলার বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের পদচারণায় মুখর হয়ে ওঠে পার্ক প্রাঙ্গণ। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা, বড়দের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি। বিশেষ করে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানস্থলে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
আয়োজকরা জানান, সংবাদের পেছনে ছুটতে গিয়ে সাংবাদিকরা নিজেদের পরিবারকে খুব একটা সময় দিতে পারেন না। সেই অভাব দূর করতে এবং সহকর্মীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতেই এই বনভোজন ও পারিবারিক মিলনমেলার আয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহীম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আজাদ মালদার, শওকত মাহমুদ, জমির বেগ, দৈনিক নয়াপয়গাম সম্পাদক মো. এনামুল হক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, স্টারলাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, স্টারলাইন জনসংযোগ কর্মকর্তা জসিম মাহমুদ প্রমুখ।
আরও পড়ুন: ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি সজল, সম্পাদক আরিফ
টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, 'সাংবাদিকরা সবসময় কাজের মধ্যেই থাকেন। পরিবারকে সময় দেওয়া হয় না বললেই চলে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করবে বলে আমাদের বিশ্বাস।'
দিনশেষে এক সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কর্মব্যস্ত জীবনের মাঝে এমন একটি দিন উপহার পেয়ে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল।

৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·