ফেনীতে একদিনে ১৮ জনের ডেঙ্গু শনাক্ত

২ দিন আগে
ফেনীতে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ১৬৯ ছাড়ল। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১০ জন, দাগনভূঞায় তিন, সোনাগাজীতে দুই ও ছাগলনাইয়া তিনজন আক্রান্ত হয়ে বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।


তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছে ৪৯ জন। সবমিলিয়ে চলতি বছরে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে।


আরও পড়ুন: ডেঙ্গু ভয়ংকর: আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫


স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ফেনী সদর উপজেলায় ১৮ জন, দাগনভূঞায় ৪৩, সোনাগাজীতে ১১, ছাগলনাইয়ায় ১৮, ফুলগাজীতে একজন ও পরশুরাম উপজেলায় আটজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে মজুদ আছে তিন হাজার ৬৫৯টি কিট।


ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন